রাস্তার দাবিতে প্রধানকে আটকে ভাঙচুর

Road demand


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- 


রাস্তার দাবীতে প্রধানকে আটকে ভাঙচুর। রাস্তার দাবীতে ধুন্ধুমার কান্ড ঘটল মেমারীর আমাদপুর অঞ্চলের বিজড়া বারোয়ারী তলায়। 



জানা গেছে, এদিন আমাদপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নারী সুরক্ষা নিয়ে বারোয়ারী তলায় একটি সভা ডাকা হয়। সভায় উপস্থিত ছিলেন আমাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাধনা হাজরা সহ স্থানীয় তৃণমুল নেতৃত্ব। 



এদিন সভা শুরু হতেই স্থানীয় সেলোর পাড়, ঝেলোর পাড় এলাকার বাসিন্দারা তাঁদের রাস্তার বিষয়ে জানতে চান। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা না করেই রাস্তার বোর্ড লাগানো হয়েছে। অথচ বছরের পর বছর ধরে তাঁরা রাস্তার দাবী জানিয়ে আসছেন। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা তৈরীর জন্য টাকা এলেও সেই টাকা নয়ছয় করা হয়েছে। বর্ষার সময় রাস্তায় চলাচল করা যাচ্ছে না। 



এদিকে, রাস্তার এই দাবীকে ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষীপ্ত গ্রামবাসীরা ব্যাপক ভাঙচুর চালায়। বৈঠকের চেয়ার ভাঙচুর করা হয়। নিগৃহীত করার অভিযোগ উঠেছে প্রধানকে। রাস্তার দাবীতে দীর্ঘক্ষণ প্রধানকে আটকে রেখে দেওয়া হয়। প্রায় ঘন্টাখানেক ধরে এই তান্ডব চলার পর প্রধানকে ছাড়া হয়। প্রধান জানিয়েছেন, গোটা বিষয়টি ব্লক নেতৃত্বকে তিনি জানাচ্ছেন। যা করার তাঁরাই করবেন।