মিতালি-রাজের অবসান হতেই নয়া অধিনায়কের নাম ঘোষনা BCCI -র
আজ অবসর নিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালী রাজ (Mitali Raj) আর তারপরেই বিসিসিআইয়ের তরফ মহিলা ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক বেছে নেওয়া হলো। ভারতের ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) নাম ঘোষণা করে বিসিসিআই (BCCI)।
বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে মিতালী রাজ অবসর নেওয়ার পরেই শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল ঘোষণা করেন জাতীয় নির্বাচকরা। সেখানে টি-২০'র পাশাপাশি ওয়ান ডে দলেরও ক্যাপ্টেন বেছে নেওয়া হয়েছে হরমনপ্রীতকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় মহিলা দলের অধিনায়কত্বের দায়িত্ব আগে থেকেই পালন করছেন হরমনপ্রীত। এর আগে একদিনের ক্রিকেটে অধিনায়ক ছিলেন মিতালী রাজ আর তার ডেপুটি ছিলেন হরমনপ্রীত। মিতালি রাজ এর অবসরের পর এই একদিনের ক্রিকেটে হরমনপ্রীতকে অধিনায়কত্ব দেওয়া হল আর তাঁর ডেপুটি হচ্ছেন স্মৃতি মান্ধানা।
উল্লেখ্য, অবসর না নিলেও শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ভারতের ওয়ান ডে স্কোয়াডে জায়গা হল না ঝুলন গোস্বামীর।
ভারতের ওয়ান ডে স্কোয়াড (Indian Squad): হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), সাবভিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, সিমরন বাহাদুর, রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেনুকা সিং, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার) ও হার্লিন দেওয়ল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊