Narendra Modi: যোগই সমাজে ও বিশ্বে শান্তি বয়ে আনবে: নরেন্দ্র মোদী

Narendra Modi



আজ ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। সারা বিশ্বে পালিত হচ্ছে যোগ দিবস। আন্তর্জাতিক যোগ দিবসে মহীশূর প্রাসাদের মাঠে অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।




মহীশূর প্রাসাদের মাঠে অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ নানা সমস্যা সমাধান করে এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে। তিনি বলেন, "যোগ আমাদের সমাজে শান্তি আনে। যোগ আমাদের জাতি এবং বিশ্বে শান্তি আনে। এবং যোগ আমাদের মহাবিশ্বে শান্তি আনে,"



প্রধানমন্ত্রী আরও বলেন, ''আমরা চাপযুক্ত পরিবেশে থাকলেও কয়েক মিনিটের যোগ আমাদের মনকে স্থির করে। তাই যোগব্যায়ামকে আমাদের অতিরিক্ত কাজ মনে করা উচিত নয়। আমাদের যোগব্যায়াম জানতে হবে এবং যোগব্যায়াম করতে হবে এবং এটিকে আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ হিসেবে দেখতে হবে।''




আন্তর্জাতিক যোগ দিবসে দেশের ৭৫টি ঐতিহাসিক স্থানে যোগাভ্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। মহীশূর প্যালেস গ্রাউন্ডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের থিম, মানবতার জন্য যোগাভ্যাস। এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৫ হাজার মানুষ যোগ ব‍্যায়ামে অংশ গ্রহন করে।



মহীশূর প্যালেসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।