সাফল্যের শীর্ষে ফের বাঁকুড়া, মাধ্যমিকে প্রথম সহমোট ১৩জনের নাম মেধা তালিকায়

Madhyamik 2022 1st


রঞ্জিত ঘোষ, বাঁকুড়া 


শুক্রবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিকের ফল প্রকাশিত হলো। তাতে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্নব ঘরাই, তার মোট প্রাপ্ত নাম্বার ৬৯৩, মোট ৯৯% নাম্বার পেয়েছে সে। তার এই সাফল্যে তার শিক্ষকমন্ডলী থেকে শুরু করে বাড়ির লোকজন সকলে খুশি। 



অর্ণব ভবিষ্যতে ডাক্তারি পড়তে চায়। এবছর ফের সাফল্যর শীর্ষে বাঁকুড়া জেলা এবছর জেলা থেকে সপ্তম হয়েছে তিন জন,অষ্টম হয়েছে দুজন,নবম হয়েছে পাঁচ জন এবং দশম হয়েছে দুজন। এবছর জেলায় প্রথম স্থান অধিকারী সহ মোট ১৩ জনের নাম রয়েছে মেধা তালিকায়।



যুগ্মভাবে রাজ্যে প্রথম হাওয়া অর্নবকে সংবর্ধনা দিতে আসেন বড়জোড়া বিধানসভার বিধায়ক আলোক মুখার্জিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের আধিকারিরা মাধ্যমিকে প্রথম হাওয়ার পর কি প্রতিক্রিয়া দিলেন অর্নব গরাই শুনেনিন।