ফের রক্তের খোঁজে সাড়া দিল KCF

B Negetive Blood রোগীর জন‍্য জোগাড় করলো KCF




দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন কনিকা বর্মন নামে একজন মুমূর্ষু রোগীর জন্য B- নেগেটিভ ব্লাডের প্রয়োজনে ,রোগীর পরিবার যোগাযোগ করে কোচবিহার জেলা দিনহাটা মহকুমার সুপরিচিত খুশির ছোঁয়া ফাউন্ডেশন -KCF সম্পাদক, দীপক বর্মন ও সভাপতি রোহিত ইসলামের সঙ্গে, তৎক্ষণাৎ KCF সম্পাদক দীপক বর্মন ও সভাপতি রোহিত ইসলাম যোগাযোগ করে, তাদেরই KCF শীতলকুচি শাখার সদস্য সঞ্জীব বর্মনের সঙ্গে , সঞ্জীব বর্মন KCF সম্পাদক দীপক বর্মন, ও সভাপতি রোহিত ইসলামের একটা ফোন পেয়ে চলে আসে দিনহাটা ব্লাড ব্যাংকে।




তারপর সম্পাদক দীপক বর্মন ও শীতলকুচি শাখা সদস্য B- নেগেটিভ রক্ত যোদ্ধা সঞ্জিত বর্মন মহাশয়, ব্লাডের প্যাকেটটি মুমূর্ষু রোগীর পরিবারের হাতে তুলে দিতে সক্ষম হয় ।




KCF সম্পাদক দীপক বর্মন ও সভাপতি রোহিত ইসলাম তারা জানায় , তাদের সংগঠন সর্বদা মুমূর্ষু রোগীদের ব্লাড এর যোগান দিয়ে থাকে , তাদের কাছে প্রতিনিয়ত রক্তের কল আসে তারা সকলে পাশে থাকার চেষ্টা করে, তারা এও জানায় তারা রক্ত ছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে তার সঙ্গে সঙ্গে KCF সম্পাদক দীপক বর্মন ও সভাপতি রোহিত ইসলাম রক্তযোদ্ধা তাদেরি সংগঠনের সদস্য সঞ্জীব বর্মন সর্বদা অসহায় দুস্থ মানুষের কাছে থাকে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ