Job Update : অষ্টম-দশম যোগ‍্যতায় ফুড কর্পারোশনে ৫০০০ শূন‍্যপদে নিয়োগ

Job Update: অষ্টম-দশম যোগ‍্যতায় ফুড কর্পারোশনে ৫০০০ শূন‍্যপদে নিয়োগJob
=

ফুড কর্পারোশন অফ ইন্ডিয়া (Food Corporation of India) পঞ্জাব, হরিয়ানা, ইউপি, রাজস্থান, জম্মু, হিমাচল প্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ডের জন্য প্রায় ৫০০০ শূন‍্যপদে নিয়োগের জন‍্য শীঘ্রই আবেদন গ্রহন শুরু করবে। রিপোর্ট বলছে, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 এর বেশ কয়েকটি পদের জন‍্য এই নিয়োগ প্রক্রিয়া চলবে। জানা যাচ্ছে জুলাই মাসের বের হতে পারে বিজ্ঞপ্তি। আপডেট (Job Update) পেতে নজর দিতে অফিশিয়াল ওয়েবসাইট fci.gov.in-এ।
রিপোর্ট অনুসারে (Job Update) , 4710 টি পদ পূরণ করতে এই নিয়োগ প্রক্রিয়া। এই নিয়োগ অভিযানের অধীনে গ্রুপ 2-এ 35 টি, গ্রুপ 3 এর 2521 ও গ্রুপ 4 (চৌকিদার) এর 2154 টি পদ পূরণ করা হবে। অষ্টম, দশম অথবা স্নাতক স্তর উত্তীর্ণ হলে করা যাবে আবেদন। বিশদে জানতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিশিযাল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে। খুব শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ‍্যেমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের পর লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, ধৈর্য পরীক্ষা ও নথি যাচাইয়ের ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নির্বাচন করা হবে।

Post a Comment

thanks