WB HS Result 2022 Live Update - উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022

hs result 2022 date, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022, hs result 2022, hs 2022 result date, hs result, উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022, wb hs result 2022

WB HS Result 2022 Live Update




অপেক্ষার অবসান। অবশেষে মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Result 2022) ঘোষনার পালা। আগামী ১০ জুন সকাল ১১ টায় রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক বৈঠকের মধ্যদিয়ে এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Result 2022) ঘোষণা হবে। 



হোম ভ্যেনুতে পরীক্ষা হওয়া এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Result 2022) নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন-আগামী ১০ই জুন প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল(HS Result 2022) । তবে ছাত্রছাত্রীরা সকাল ১১ টা ৩০ মিনিট থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট (HS Result 2022) জানতে পারবে। 


আগামী ১০ই জুন শুক্রবার উচ্চ মাধ‍্যমিক ২০২২- (WB HS RESULT 2022) এর ফল প্রকাশ করার কথা ঘোষনা করেছে উচ্চ মাধ‍্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) । সকাল সাড়ে এগারোটা থেকে অনলাইনে ফল দেখা যাবে বলেই জানা গিয়েছিল। কিন্তু তারিখ ঠিক থাকলেও সময় পরিবর্তন করলো সংসদ। সকাল সাড়ে এগারোটা নয় দুপুর ১২টা থেকে অনলাইনে দেখা যাবে ফল।


পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল (WB HS Result 2022)। গত ২ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় রাজ্যে। ২৭ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। এ বারে পরীক্ষায় বসতে নাম নথিভুক্ত করেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন।



কোথায় দেখবেন ফলাফল উচ্চমাধ্যমিকের রেজাল্ট? নীচে একাধিক রেজাল্ট দেখার লিঙ্ক দেওয়া রইলো। সেখান থেকে সরাসরি ফলাফল দেখতে পাবেন- 







এছাড়াও পরীক্ষার রেজাল্ট  (WB HS Result 2022)দেখা যাবে




Mobile App- Download করেও ফলাফল দেখা যাবে, এইজন্য যেতে হবে রেজাল্ট-শিক্ষার ওয়েবসাইটে-Website। 

আরও পড়ুনঃ WB HS Result 2022 live Update


Tag:

 #WBCHSEResult2022  #WestBengalHSResult2022  #WBclass12result  #HighersecondaryResult  #BoardExamResult  #WBCHSEClass12Result

Post a Comment

thanks