Higher Secondary Result 2022: সব বিষয়েই করা যাবে পুনর্মূল্যায়ন



college girl



উচ্চ মাধ‍্যমিকের পুনর্মূল্যায়নের নিয়মে পরিবর্তন আনলো উচ্চ মাধ‍্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) । এবার থেকে দুটি নয় চাইলে সব বিষয়েই পুনর্মূল্যায়ন করতে পারবে পরীক্ষার্থীরা। সব পরীক্ষার্থী সব বিষয়ে স্ক্রুটিনি (Scrutiny) ও রিভিউ (review) করতে পারবেন।




আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা (Higher Secondary Result 2022)। আগামী ৫ জুলাই পর্যন্ত করা যাবে আবেদন। আবেদন করতে হবে একমাত্র অনলাইন মাধ্যমে। 


জানা যাচ্ছে আবেদনকারীরা একই সঙ্গে রিভিউ-স্ক্রুটিনি এবং আরটিআই করতে পারবে না। আরটিআইয়ের সময় উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন করা যাবে।



২০২২ সালে উচ্চমাধ্যমিকে (High Secondary) অকৃতকার্য হয়েছেন প্রায় ৮২ হাজার পরীক্ষার্থী (Student)। এরপ‍রেই রাজ‍্যের বিভিন্ন প্রান্তে পাশ করানোর দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ করতে দেখা যায় পরীক্ষার্থীদের (Higher Secondary Result 2022)। 



সংসদ সূত্রে খবর, পড়ুয়াদের স্বার্থ ও স্বচ্ছতার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।