মুখ‍্যমন্ত্রীর সভার জের বন্ধ স্কুল! উঠছে অভিযোগ


Burdwan Adarsha Vidyalaya



সোমবার গোদা বালির মাঠের মুখ্যমন্ত্রীর  সভার জন্য স্কুলের পঠনপাঠন বন্ধ হবার অভিযোগ উঠেছে। বর্ধমান আদর্শ বিদ‍্যালয়ের পাশের মাঠেই মুখ‍্যমন্ত্রীর সভা ছিল। আর সেই সভার জেরেই গ্রীষ্মের ছুটি কাটিয়ে স্কুল খোলার প্রথম দিনেই স্কুল বন্ধ থাকার অভিযোগ উঠেছে। 



জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সভাস্থলের পাশেই রয়েছে বর্ধমান আদর্শ বিদ্যালয়। মুখ্যমন্ত্রীর সভার জন্য ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত স্কুলকে অধিগ্রহণ করা হয়েছে। অথচ করোনার পর তীব্র গরমের জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর সোমবার থেকেই গোটা রাজ্য জুড়ে স্কুল খুলেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর সভার জন্য এদিন এই স্কুল খুলতেই পারেনি।




স্কুলের প্রধান শিক্ষক সুবীর কুমার দে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সভার জন্য স্কুলকে নেওয়া হলেও সোমবার স্কুল হবে না বলে কাউকেই তাঁরা জানান নি। জানানোর সুযোগও পাননি। কিন্তু কার্যতই এদিন কোনো ছাত্রছাত্রীই স্কুলে আসেনি। যদিও তিনি জানিয়েছেন, মঙ্গলবার থেকে যথারীতি স্কুল চালু হবে। 



সোমবার বর্ধমানে সভা করেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়।