১০০ দিনের টাকা দাও নাহলে বিজেপি বিদায় নাও: মমতা বন্দোপাধ‍্যায়

১০০ দিনের টাকা দাও নাহলে বিজেপি বিদায় নাও: মমতা বন্দোপাধ‍্যায়

Mamata Banerjee



সোমবার বর্ধমানে সভা করেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়। বর্ধমানের সভা থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কেন্দ্র সরকারকে একহাত নেন মমতা বন্দোপাধ‍্যায়। ১০০ দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনা সহ অগ্নিবীর প্রকল্প নিয়েও কার্যত তোপ দাগেন মমতা। 




এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন একহাত নিয়েছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তিনি বলেন, বিজেপি সরকার ১০০ দিনের টাকা দিচ্ছে না। বিজেপির কৃষক বিরোধী মনোভাব। পঞ্চায়েত ভোটকে মাথায় রেখেই তিনি এদিন আওয়াজ তোলেন, ১০০ দিনের টাকা দাও, নাহলে বিজেপি বিদায় নাও। তিনি বলেন, প্রতিবছর রাজ্যে ২৫৩ লক্ষ মেট্রিক টন ধান উত্পাদন হলেও কেন্দ্র সরকার ১ লক্ষ মেট্রিক টনও ধান কেনেনি। অথচ ধান উত্পাদনে কম এমন অনেক রাজ্য থেকে কেন্দ্র ধান কিনছে। 




এদিন অগ্নিবীর নিয়েও ঝাঁঝালো বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৪ মাসের ট্রেনিং দিয়ে ৪ বছরের চাকরী। বাকি জীবন ছেলেমেয়েরা কি করবে ললিপপ খাবে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ