আবাস যোজনার নামকরণ নিয়ে কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ মমতার
সোমবার বর্ধমানে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। বর্ধমানের সভা থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কেন্দ্র সরকারকে একহাত নেন মমতা বন্দোপাধ্যায়। ১০০ দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনা সহ অগ্নিবীর প্রকল্প নিয়েও কার্যত তোপ দাগেন মমতা।
বাংলা আবাস যোজনায় কেন্দ্র সরকারের নামকরণ নিয়েও তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, অন্যান্য রাজ্যে বাড়ির নামকরণ সেই রাজ্যের নামেই হচ্ছে। অথচ বাংলায় হলেই তাতে বাধা। বাংলা আবাস যোজনার টাকাও আটকে দিয়েছে ওরা। তিনি বলেন,নির্বাচনের সময় এসে মানুষে মানুষে ভাগাভাগি, দাঙ্গা করবে - এসব চলবে না। ভোটের আগে বিনা পয়সায় উজালা গ্যাস দিয়ে একজন এমপি তো পালিয়েই গেল। তিনি কোথায়?
মুখ্যমন্ত্রী বলেন, যা ইচ্ছা তাই করছে। যে সত্যি কথা বলছে তার বিরুদ্ধেই ইডি, সিবিআই। আজও শিবসেনার এক নেতার ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। মুখ্যমন্ত্রী বলেন, মানুষ ভয়ে ভয়ে রয়েছে। কয়েক লক্ষ লোক দেশ ছেড়ে চলে গেছে। ভিসা পাসপোর্ট দেখলেই তা বোঝা যাবে। কেন মানুষ নির্ভয়ে থাকতে পারবে না?