নেইমারের আর বাকি মাত্র ৪ গোল

Neymar



বৃহস্পতিবার সিওলে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল। পাঁচ গোল করে ব্রাজিল। এর মধ্যে নেইমারের দুটি পেনাল্টি। প্যারিস সেন্ট-জার্মেইনের এই ফরোয়ার্ড দেশের হয়ে তাঁর ৭২ এবং ৭৩ তম গোল দুটি করে ফেললেন নেইমার।



সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে যৌথ ভাবে মহম্মদ সালাহ-র সঙ্গে গোল্ডেন বুট জয় করা দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিনকেও ম্লান করে দেয় ব্রাজিল।



এদিকে, দেশের হয়ে তাঁর ৭২ এবং ৭৩ তম গোল দুটি করে ফেললেন নেইমার। ব্রাজিলের হয়ে এখনও সব থেকে বেশি গোলে রেকর্ড পেলের দখলে। ব্রাজিলের হয়ে পেলে গোল করেছে ৭৭টি।



এদিন দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার লি ইয়ং বক্সের ভিতরে স্যান্ড্রোকে ফাউল করেন। নেইমার থান্ডা মাথায় পেনাল্টি স্পট থেকে গোলরক্ষক কিমের বাম দিকে কোরিয়ার জালে জড়িয়ে দেন বল। ৫৭ মিনিটে নেইমার আরেকটি পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন।



আর বাকি মাত্র ৪টি গোল। ৪টি গোল করলেই পেলের রেকর্ড ছুঁয়ে ফেলবে নেইমার। ব্রাজিলের হয়ে যুগ্ম ভাবে পেলে ও নেইমার সব থেকে বেশি গোল করার রেকর্ড গড়বে। সেদিকেই তাকিয়ে এখন ফুটবল বিশ্ব।