ফের অকালপ্রয়াণ মাত্র ২২ বছরের সঙ্গীতশিল্পীর
ফের অকালপ্রয়াণ মাত্র ২২ বছরের সঙ্গীতশিল্পীর । মঙ্গলবার রাতে আচমকাই প্রয়াত হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে। সেই শোক কাটিয়ে উঠতে পারেনি সঙ্গীত জগত। তারই মাঝে মাত্র ২২ বছর বয়সে প্রয়াত দিল্লির ইন্ডিপেনডেন্ট মিউজিশিয়ন সিঙ্গার শেইল সাগর।
শেইল একজন ইন্ডিপেনডেন্ট মিউজিশিয়ন। তাঁর প্রথম অ্যাকোয়েস্টিক সিঙ্গল নজর কাড়ে এরপর প্রথম সিঙ্গলস 'ইফ আই ট্রাইড' তাঁকে জনপ্রিয় করে তোলে। ২০২১ সালে আরও তিনটে সিঙ্গলস তিনি রিলিজ করেছিলেন-'বিফোর ইট গোজ','স্টিল','মিস্টার মোবাইল ম্যান লাইভ'।
জানা যায় যে বুধবার ১ জুন প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর কারণ এখনও অজানা।
তাঁর গান 'মিস্টার মোবাইল ম্যান লাইভ' গুরুগ্রামের পিয়ানো ম্যান জ্যাজ ক্লাবে লাইভ রেকর্ড কারা হয়, পাশাপাশি সেটি ক্যামেরাবন্দিও করা হয় লাইভ। এই উঠতি গায়ক ইতিমধ্যেই বেশ কয়েকটি মিউজিক অ্যাওয়ার্ডও পেয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেইলের মৃত্যুতে তাঁদের শোকবার্তা জানিয়েছেন।
Veer's (my 13yo) first outing to a jazz club #pianoman and i am glad that he got to experience this slightly older than him #SheilSagar performing a combination of his originals & renditions of classics. #wickedgames. pic.twitter.com/NgvbrlEgEg
— Viraj Kalra (@virajkalra) March 15, 2022
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊