সম্মান ও শ্রদ্ধার সাথে শহীদ ফেরদৌস রহমানকে স্মরণ তৃণমূলের
১৯৯৮ সালে তৃণমূল করার অপরাধে আজকের দিনে শহীদ হতে হয় পূর্ব বর্ধমানের জামালপুরের মরা বাঁধের বাসিন্দা ফিরদৌস রহমানকে। সেই সময় সেখানে উপস্থিত হয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দোপাধ্যায়। তারপর থেকেই এই দিনটি সম্মান ও শ্রদ্ধার সাথে শহীদ ফেরদৌসকে স্মরণ করা হয়।
আজ তাঁর সেই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, স্থানীয় উপ প্রধান সুভাষ কোলে সহ এলাকার নেতৃত্ব ও সাধারণ মানুষরা। শহীদ বেদীতে মাল্যদান করে ফিরদৌস রহমানকে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব রা। মেহেমুদ খান বলেন। ফিরদৌস রহমানের মত কতশত আত্মবলিদানের মধ্যে দিয়ে আজ ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস তাই তাঁদের এই আত্মবলিদান কখনোই বলা যাবে না। তাদের অসমাপ্ত কাজ তাঁরা করবেন বলে জানান তিনি।
শুধু তাই নয় তিনি বলেন ফিরদৌস রহমানের সাথে ব্লকে আরো তিন জন উত্তম ভুল, ঈশায়াক মল্লিক, পাঁচু গোপাল রুইদাস এঁরাও শহীদ হন। প্রত্যেকটি সহিদ পরিবারকেই মুখ্যমন্ত্রী চাকুরী দিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊