Latest News

6/recent/ticker-posts

Ad Code

12th south asia yoga cup - আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা বাংলার মেয়ের মুকুটে

আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করল জলপাইগুড়ির মেয়ে


রুবিয়া খাতুন
রুবিয়া খাতুন




আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় (12th south asia yoga cup) কয়েকটি দেশকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা লাভ করল জলপাইগুড়ির মেয়ে রুবিয়া খাতুন।


12th south asia yoga cup অনুষ্ঠিত হয়েছিল নেপালের কাঠমান্ডু তে। সেখানে নেপাল ছাড়াও ভুটান ,থাইল্যান্ড,ভারতসহ আরও কয়েকটি দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল। জলপাইগুড়ির মেয়ে রুবিয়া ভারতের হয়ে সেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করেছে।

এই ধরনের সাফল্যের পর আগামীতে আরও বড় ধরনের সাফল্য অর্জন করার কথা রুবিয়া জানিয়েছে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code