West Bengal Madrasah Result 2022-রাজ্যে প্রথম শরীফা, প্রাপ্ত নম্বর ৭৮৬ 


West Bengal Madrasah Result 2022
ছবিটি প্রতীকী



প্রকাশিত হল রাজ্য হাই মাদ্রাসার ফলাফল। এবছর হাই মাদ্রাসায় প্রথম স্থান লাভ করেছেন মালদা জেলার শরীফা খাতুন। শরীফা  বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী। 

শুধু শরীফাই নয়, প্রথম দশে থাকা ছয়জন পরীক্ষার্থী মালদা জেলার। শরীফার প্রাপ্ত নম্বর ৭৮৬। দ্বিতীয় হয়েছেন ইমরানা আফরোজ। তিনি পেয়েছেন ৭৭৫। তৃতীয় স্থানে মহম্মদ ওয়াকিল আনসারি। তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৩।


এদিকে পাশের হারের নিরিখে সব জেলাকে পিছনে ফেলেছে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৮৭.০২ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬.৭৪ শতাংশ। ছাত্ররা পাশ করেছেন ৮৭.৬০ শতাংশ। এর আগে গতবছর ১০০ শতাংশ পড়ুয়া পাশ করেছিলেন হাই মাদ্রাসা পরীক্ষায়।

হাই মাদ্রাসা বোর্ডের মেধা তালিকা(২০২২)


প্রথম : শরিফা খাতুন(৭৮৬)- বটতলা আদর্শ হাই মাদ্রাসা মালদহ ।
দ্বিতীয় : ইমরানা আফরোজ (৭৭৫) - বটতলা আদর্শ হাই মাদ্রাসা মালদহ। 
তৃতীয় : মোহাম্মদ ওয়াকিল আনসারী(৭৭৩)-  রামনগর হাই মাদ্রাসা মালদহ ও আজিজা খাতুন (৭৭৩) - দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসা মালদহ। 
চতুর্থ : রৌনক জাহান (৭৭১) রামনগর হাই মাদ্রাসা মালদহ। 
পঞ্চম:  সিয়াতুন নেসা (৭৬৯)-লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসা মুর্শিদাবাদ ও সানিয়া পারভিন (৭৬৯) মালদহ এনএমএস হাই মাদ্রাসা। 
ষষ্ঠ : মোঃ বেনজির হোসেন (৭৬৮)-আমিরাবাদ হাই মাদ্রাসা মুর্শিদাবাদ ও মোস্তাফিজুর রহমান (৭৬৮) লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসা মুর্শিদাবাদ।
সপ্তম:  সৈয়দ ওমর ফারুক(৭৬৭) - পূর্ব বর্ধমান হাই মাদ্রাসা ।
অষ্টম : মোসাঃ শবনম খাতুন (৭৬৬)-দেবকুন্ডু হাই মাদ্রাসা মুর্শিদাবাদ ।
নবম : মনীষা ইসলাম( ভগবানপুর হাই মাদ্রাসা মালদহ ও আমিকা খাতুন :নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসা মালদহ। 
দশম : মাহিরা খাতুন ও আঞ্জুমান আরা খাতুন (৭৬৩)বটতলা আদর্শ হাই মাদ্রাসা মালদহ।

এ বছর হাইমাদ্রাসা বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল ৭৩,৭০৮ জন।হাইমাদ্রাসা মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন মোট ১৫ জন।উল্লেখযোগ্য ভাবে মেধা তালিকার ১৫ জনের মধ্যে ১১জনই ছাত্রী।


Follow this link to join my WhatsApp group: