WBBME: এখনি দেখে নিন West Bengal Madrasah Result 2022


muslim girls student


পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত উচ্চ মাদ্রাসা, উচ্চ মাদ্রাসা বাহ্যিক, আলিম, এবং ফাজিল পরীক্ষা - 2022 (High Madrasah,High Madrasah External, Alim, & Fazil Examination - 2022) আনুষ্ঠানিকভাবে 30 মে, 2022 সোমবার দুপুর 12.00 এ প্রকাশিত হয়েছে।



এই বছর পরীক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তাদের ফলাফল জানতে পারবে । ফলাফল জানতে পরীক্ষার্থীদের যেতে হবে- https://result.wbbme.org/ এই ওয়েবসাইটে। এখান থেকেই ফলাফল জানা যাবে।  




কীভাবে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল দেখবেন?

১) মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে wbbme.org বা wbresults.nic.in-তে যান।

২) H.M/Alim/Fazil Result 2020 লিঙ্কে ক্লিক করুন।

৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিন। 'Submit'-এ ক্লিক করুন।

৪) স্ক্রিনে আপনার হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা ২০২২ সালের রেজাল্ট (WBBME Madrasah Result 2022) দেখাবে।

৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রেখে দিন।