ট্রেনের টিকিট কাটায় চালু হচ্ছে নয়া নিয়ম, জানুন বিস্তারিত 



RAIL JOBS



IRCTCর ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার আগে বাধ্যতামূলকভাবে ফোন নম্বর এবং ইমেল আইডি যাচাই (ভেরিফিকেশন) করতে হবে। করোনাভাইরাস মহামারীর কারণে যাঁরা কয়েক বছর ধরে ট্রেনে টিকিট কাটেননি, তাঁদের ক্ষেত্রে নয়া নিয়ম প্রয়োজ্য বলে জানিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) । এমনটাই জানা যাচ্ছে এক প্রতিবেদন থেকে। ফোন নম্বর এবং ইমেল আইডি যাচাই (ভেরিফিকেশন) ছাড়া ট্রেনের টিকিট কাটা যাবে না বলে জানানো হয়েছে।



আইআরসিটিসির মাধ্যমে ট্রেন টিকিট কাটার জন্য কীভাবে মোবাইল নম্বর ও ইমেল আইডি যাচাই করবেন?

১) IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in-তে যান। IRCTC অ্যাপও খুলতে পারেন।

২) ভেরিফিকেশন উইন্ডোতে যেতে হবে।

৩) নিজের নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখতে হবে।
৪) ডানদিকে ভেরিফিকেশনের অপশন পাবেন। বাঁদিকে এডিট বাটন আছে। মোবাইল নম্বর বা ইমেল আইডি সংশোধন করতে চাইলে তা সংশোধন করে নিন। যদি সংশোধন করতে না হয়, তাহলে ভেরিফিকেশন অপশন বেছে নিন।

৫) নিজের নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে OTP পাবেন। তা যাচাই করে নিন।