School Service Commission: দুর্নীতি দমনে কড়া পদক্ষেপ, দুই শিক্ষকের চাকরি বাতিল করলো কমিশন

দুর্নীতি দমনে কড়া পদক্ষেপ, দুই শিক্ষকের চাকরি বাতিল করলো কমিশন

School Service Commission




দুর্নীতি দমনে এবার কড়া হাতে কমিশনSchool Service Commission। আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি সামনে আসতে দুই শিক্ষকের চাকরি বাতিল করল কমিশন। মেধাতালিকার বাইরে থাকা ২ জন চাকরিরত সহকারী শিক্ষকের চাকরি বাতিল করল কমিশন।


জানা যাচ্ছে 2016 সালে শিক্ষক নিয়োগ বাংলা বিষয়ে দুই শিক্ষকের চাকরি নিয়ে অভিযোগ ওঠে। অভিযোগ, মেধা তালিকার পিছনে থাকা সত্বেও চাকরি পেয়ে গিয়েছেন তাঁরা। অভিযোগের পরেই নড়েচড়ে বসে কমিশন।



এর আগে হাইকোর্টের তবে একাধিক চাকরি বাতিল করা হয়েছে। তবে এবার হাইকোর্ট নয় চাকরি বাতিল করল স্বয়ং কমিশন। একটি মামলায় রাজ্যের আইনজীবীকে এদিন এও বলতে শোনা গেল যে,হাইকোর্ট বললে কমিশন সবার চাকরি বাতিল করে দেবে।




রাজ্য শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা পৌঁছেছে হাইকোর্টে। সিবিআই তদন্ত নিয়ে হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের মধ্যেই চলছে মামলা টানাপোড়েন। এর মাঝেই দুর্নীতি দমনে কড়া পদক্ষেপ গ্রহণ করল কমিশন।



প্রসঙ্গত ইতিমধ্যে একাধিক চাকরি বাতিল করেছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ