Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে রাজ‍্যপালকে সড়িয়ে উচ্চশিক্ষা মন্ত্রীকে ভিজিটর করতে চলছে রাজ‍্য!

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে রাজ‍্যপালকে সড়িয়ে উচ্চশিক্ষা মন্ত্রীকে ভিজিটর করতে চলছে রাজ‍্য! 






রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় আচার্য পর থেকে রাজ্যপাল কে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাব পাস হয়েছে মন্ত্রিসভায় আর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভিজিটর পর থেকে রাজ্যপালকে সরানোর কাজ করছে রাজ্য এমনটাই সূত্রের খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যপালকে ভিজিটর পদ থেকে সরিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিজিটর পদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কে বসানো হতে পারে। ইতিমধ্যে নাকি নিয়ম সংশোধনের প্রক্রিয়াও শুরু করেছে রাজ্য সরকার।




বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রুলস অনুযায়ী ভিজিটর পদে রাজ্যপালকে বসানো যেতে পারে কিন্তু জানা যাচ্ছে সেই নিয়মে বদল আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য। রাজ্যপালের বদলে ওই পদে উচ্চ শিক্ষামন্ত্রীকে বসানোর পরিকল্পনা। এই নিয়ম বদলের ক্ষেত্রে রাজ্যের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। যেহেতু এটা নিয়ম কোনও আইন নয়, তাই সেক্ষেত্রে রাজ্যপালের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না সরকারকে।


অন্যদিকে আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে সরকারি  বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোরজন্য মন্ত্রিসভায় প্রস্তাব পাস হয়েছে। জানা যাচ্ছে রাজ্য বিধানসভায় বিল আকারে সেই প্রস্তাব পেশ করতে হবে। সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করলে তবেই সেটি আইনে পরিণত হবে। রাজ্যপালকে আচার্য পদ থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিলে রাজ্যপাল কি স্বাক্ষর করবে? এখন তাই দেখার। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code