Latest News

6/recent/ticker-posts

Ad Code

গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা উদ্ধারে সফল পুলিশ, গ্রেফতার ২

গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা উদ্ধারে সফল পুলিশ, গ্রেফতার ২ 


Ganja rescue


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান সদর :- 

গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান রেল স্টেশন সংলগ্ন এলাকার ,বর্ধমান ভবনের কাছে একটি গাড়ি থেকে আটটি নাইলনের বস্তা থেকে 115.93কেজি গাঁজা উদ্ধার করলো বর্ধমান থানার পুলিশ।গ্রেফতার করা হয়েছে দুজনকে।



আজ এক সাংবাদিক সম্মেলনে একথা বলে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়।অতিরিক্ত পুলিশ সুপার বলেন গাড়িটি বর্ধমান থেকে সাতগেছিয়ার দিকে যাচ্ছিলো। গাড়িতে মুখ সেলাই করা আটটি সাদা রঙের নাইলনের বস্তা ছিল। বস্তার মধ্যে ছিলো এই গাঁজা। তবে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তদন্তের স্বার্থে সে বিষয়ে মুখ খোলেন নি অতিরিক্ত পুলিশ সুপার।অভিযুক্তদের আজ আদালতে পেশ করা হয়েছে। 



তদন্তের সার্থে পুলিশ রিমাইন্ডে আবেদন জানাবেন বলে জানান এডিশনাল। এডিশনাল সাহেব বলেন এই আটক করার পরই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেবকে আসার জন্য এস ডি ও সাহেবকে রিকিউজিশন দেওয়া হয়।এর পরই ঘটনা স্থলে হাজির হন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিরুপ ভট্টাচার্য।তবে এই ঘটনার সাথে আরো অনেকেই যুক্ত আছেন বলে মনে করেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code