শিক্ষায় এগিয়ে রাজ্য, ফের কেন্দ্রীয় পুরষ্কার পেল রাজ্য
শিক্ষায় ভালো পারফরম্যান্স। ফের একবার কেন্দ্রীয় পুরষ্কার পেল রাজ্য। আবারও জাতীয় পুরস্কার ‘স্কচ’ অ্যাওয়ার্ড (SKOCH Award) পেল বাংলা। পুরস্কৃত রাজ্যের শিক্ষাদপ্তর। সারা দেশের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা (Education) প্রথম স্থান অধিকার করেছে।
জানা যাচ্ছে, ‘স্কচ স্টেট অফ গভর্ন্যান্স রিপোর্ট ২০২১’ ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। আগামী ১৮ই জুন নয়া দিল্লীতে রাজ্য সরকারকে এই সম্মান তুলে দেবে কেন্দ্র।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, ”দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্বের তালিকায় বাংলা মনোনীত হয়েছে। আমরা মনে করি, মুখ্যমন্ত্রীর জন্যই এই পুরস্কার এসেছে। তিনি শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত যে উন্নয়ন করেছেন, বদল এনেছেন, তারই প্রতিফলন ঘটেছে এই স্কচ অ্যাওয়ার্ডের মনোনয়নে।”
এর আগেও রাজ্য একাধিক বিভাগে কাজের জন্য ‘স্কচ’ অ্যাওয়ার্ড পেয়েছে। ২০২০ ও ২০২১ সালে কোভিড (COVID-19) মোকাবিলা এবং জনপরিষেবায় দুর্দান্ত কাজের সুবাদে বাংলার ঝুলিতে এসেছিল একাধিক ‘স্কচ’ অ্যাওয়ার্ড।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊