Latest News

6/recent/ticker-posts

Ad Code

তিন নেতানেত্রীর নাম করে তোলাবাজির অভিযোগ অঞ্চল যুব সভাপতির বিরুদ্ধে

তিন নেতানেত্রীর নাম করে তোলাবাজি, গ্রেফতার অঞ্চল যুব সভাপতি 





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-


গত দিন কয়েক আগে বর্ধমানের ঘোড়দৌড় চটি এলাকায় একটি নার্সিংহোমের পাশে ডিজে বাজিয়ে উচ্ছাসের প্রতিবাদ করার উন্মত্ত যুবকদের হাতে মার খেতে হয়েছে নার্সিংহোমের কর্মী সহ রোগীপক্ষের কয়েকজনকে। দিনকয়েক আগের সেই ঘটনার জেরে পুলিশ বর্ধমানের ২নং বৈকুণ্ঠপুর অঞ্চলের তৃণমূল যুব সভাপতিকে গ্রেপ্তার করার পর নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । 



অভিযোগ উঠেছে, শাসক দলের অঞ্চল যুব সভাপতি বিমান বোস ওরফে ছোট্টু বর্ধমানের তিন নেতানেত্রীর নাম করে অবৈধভাবে তোলাবাজি করেছেন। যদিও এব‌্যাপারে এখনও পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ না হলেও দলীয় স্তরে ওই যুব নেতার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে।




মঙ্গলবার সকালে পুলিশ ওই ঘটনায় বিমান বোসকে গ্রেপ্তার করে। আর তারপরেই শুরু হয়েছে ব্যাপক শোরগোল। ইতিমধ্যেই বিমান বোসের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে শোনা যাচ্ছে বৈকুণ্ঠপুর ২নং অঞ্চলে ২নং জাতীয় সড়কের ধারে কিছু জমিকে বিক্রি করার চেষ্টা চলছে। সেই কাজে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য পূর্ব বর্ধমান জেলা




পরিষদের সহকারী সভাধিপতিকে ১ লক্ষ টাকা দেওয়া হবে, বর্ধমান দক্ষিণের বিধায়ককে আড়াই লক্ষ টাকা দেওয়া হবে এবং জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়ার সঙ্গে কথা বলতে চলেছেন বিমান বোস। এই অডিও ক্লিপ ভাইরাল হতেই তীব্র আলোড়ন পড়ে শহর জুড়ে। 





এরপরই তৃণমূল নেতৃত্বের নির্দেশে গ্রেপ্তার করা হয় বিমান বোসকে। যদিও তাঁর বিরুদ্ধে এই তোলাবাজি সংক্রান্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে। এব্যাপারে বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, বিষয়টি জানার পর পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে।



(এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code