Latest News

6/recent/ticker-posts

Ad Code

Reunion: ৪২ বছর পর দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৯৮০ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের পুনর্মিলন

দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৯৮০ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের পুনর্মিলন



অরবিন্দ শর্মা, দিনহাটাঃ 

দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয় দেবী মঞ্চে অনুষ্ঠিত হলো দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৯৮০সালের মাধ্যমিক পরীক্ষার্থী বৃন্দের আয়োজনে  পুনর্মিলন (Reunion) উৎসব "আবার দেখা যদি হলো সখা প্রানের মাঝে আয় "।


বিভিন্ন জায়গা থেকে  আসেন বান্ধবীরা। একে অপরকে দেখে আবেগঘন হয়ে পড়েন। উপস্থিত ছিলেন দুই জন শিক্ষিকাও।(Reunion)


এই আনুষ্ঠানে (Reunion) যোগ দেন কোলকাতা থেকে আসা সন্ধ্যা বর্মন, কালিয়াগঞ্জের সংযুক্তা নন্দী সরকার, জলপাই গুড়ির বাসিন্দা রুমা দাস, বীনা মজুমদার সহ আরও অনেকে।



অনুষ্ঠানের এক জন কার্যকর্তী বীনা মজুমদার জানান তিন মাস পরিশ্রমের ফল আজকের অনুষ্ঠান। আামাদের মধ্যে অনেক দিদিমণি গত হয়েছেন,অনেক বান্ধবীও গত হয়েছে। তাদের জন্য মন খারাপ হয়।বয়স হয়েছে কদিনই বা বাঁচবো। তাই সকলের সঙ্গে যোগাযোগ করে এই আয়োজন। দিদিমণিরাও খুবই খুশি ছাত্রীদের কাছে পেয়ে।(Reunion)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code