Latest News

6/recent/ticker-posts

Ad Code

6000 টাকা লাকী ড্র জেতার ফাঁদে পড়েন নি তো ! তাহলেই সর্বনাশ , জানুন এখনি

PIB Fact Check : 6000 টাকা লাকী ড্র জেতার ফাঁদে পড়েন নি তো ! তাহলেই সর্বনাশ , জানুন এখনি


fraud



এখন কমবেশি প্রত্যেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন। বিভিন্ন স্যোসাল মিডিয়ায় নিয়মিত পোস্ট আপডেট থেকে লাইক, কমেন্ট শেয়ার করেন। মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি শুধু শারিরিক ভাবেই ক্ষতি করছে না, সামান্য একটু ভুলে অনেক বড় সর ক্ষতির সামনে পড়তে হচ্ছে।

বর্তমান ডিজিটাল যুগে যখন ভারত ডিজিটাল অর্থনীতিতে জোর দিতে চলেছে সেই সময় এখনো অনেক মানুষ তার ডিজিটাল অজ্ঞানতার জন্য বড়সর আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে। সম্প্রতি একটি লাকী ড্র (lucky draw) জেতার বিজ্ঞাপন স্যোসাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

বিজ্ঞাপনটি ভারতীয় রেলের নামে ৬ হাজার টাকা জেতার । যা সম্পূর্ণ ভূয়ো বলে PIB Fact Check জানিয়েছে। ৬ হাজার টাকার ফাঁদে ফেলে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে বলেও জানিয়েছে পিব। সেই সাথে এই ধরনের জালিয়াতি থেকে সতর্ক থাকতে বলেছে।

৬ হাজার টাকার লাকী ড্র জেতার ফাঁদ সম্পর্কে সচেতন করতে পরিচিতদের নিউজটি শেয়ার করে জানিয়ে দিন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code