নদীর পাড় ধ্বসে বেরিয়ে এল রহস্যময় প্রাচীন সুড়ঙ্গ

বাঁকুড়ার গন্ধেশ্বরী চরে বেরিয়ে এল রহস্যময় প্রাচীন সুড়ঙ্গ

Bankura river tunnel




রঞ্জিত ঘোষ, বাঁকুড়া


বাঁকুড়া শহরের সতীঘাট এলাকা থেকে প্রায় দু কিলোমিটার দূরেই অবস্থিত রাজারবাগান নামক এলাকা।আর এই এলাকাতেই উঁকি দিল রহস্যময় এক প্রাচীন সুড়ঙ্গ। আর যা নিয়ে একরাশ কৌতূহল বাসা বেঁধেছে এলাকা বাসির মনে।



স্থানীয় সূত্রে জানা যায়, দিন পাঁচেক আগে এলাকারই একদল যুবক ঘুরতে আসে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর চরে। ঘুরতে ঘুরতে তারা দেখতে পায় নদীর পাড়ের যে অংশে ধস নেমেছে সেখানেই উকি দিচ্ছে এক সুড়ঙ্গ। সামনে গিয়ে তারা দেখে এটি চুন সুরকি দিয়ে বানানো এক প্রাচীন সুড়ঙ্গ। 



সুড়ঙ্গ কিসের ? সেই কৌতূহলের উত্তর জানতে এলাকাবাসী শুরুও করে দেয় খনন কার্য । দিন কয়েক খননের পর খবর পেয়ে ঘটনা স্থলে আসে প্রশাসনিক আধিকারিকরা এবং তারা খনন কার্য চালাতে নিষেধ করেন খননকারীদের।বর্তমানে জায়গাটিকে সুরক্ষিত করে রাখার জন্য সিভিক পুলিশ মতায়েন করা হয়েছে।



তবে এলাকাবাসী এই সুড়ঙ্গের রহস্য উদঘাটনের ব্যপারে খুবই আগ্রহী। সুড়ঙ্গটি চওড়ায় প্রায় আড়াই ফুট ও উচ্চতায় প্রায় সাড়ে তিন ফুট। 

তবে এই সুড়ঙ্গ কি ইতিহাস উদঘাটন করে এখন সেদিকেই তাকিয়ে বাঁকুড়াবাসী।

ব্রিটিশ আমলে নাকি ডাকাতরা তৈরি করেছিল ওই সুড়ঙ্গ? চলছে জল্পনা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ