Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nikhat Zareen এর হাতে কুপোকাত ইংল্যান্ডের চার্লি ডেভিসন, দেশের প্রথম পদক নিশ্চিত করলেন নিখাত জারিন

Nikhat Zareen এর হাতে কুপোকাত ইংল্যান্ডের চার্লি ডেভিসন, দেশের প্রথম পদক নিশ্চিত 


Nikhat Zareen


তুর্কির ইস্তানবুলে মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম পদক নিশ্চিত করলেন নিখাত জারিন (Nikhat Zareen)। 


৫২ কেজি বিভাগে ইংল্যান্ডের চার্লি ডেভিসনকে ৫-০ হারিয়ে সেমিফাইনালে উঠলেন নিখাত (Nikhat Zareen)। 


বিশ্ব বক্সিংয়েও অলিম্পিকের মত পদক জয় নিশ্চিত হয়। ভারতের ১২জন মহিলা বক্সার এই বিশ্বচ্যাম্পিয়নে অংশ নিচ্ছেন।






তুরস্কের ইস্তানবুলে আয়োজিত ১২তম আইবিএ ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে চার ভারতীয় বক্সার কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন। রবিবার ৫২ কেজি বিভাগে নিখাত জারিন, ৬৩ কেজি বিভাগে পারভীন, ৫০ কেজি বিভাগে অনামিকা ও ৬০ কেজি বিভাগে জেসমিন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code