মাতৃদিবসের উপহার,SFI এর উদ্যোগে সূচনা হল মহিলা সেলফ ডিফেন্স কোর্সের

মাতৃদিবসের উপহার,SFI এর উদ্যোগে বাঁকুড়ায় সূচনা হল মহিলা সেলফ ডিফেন্স কোর্সে

Self defense



রঞ্জিত ঘোষ,বাঁকুড়া

সম্প্রতিকালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নারী নির্যাতন ধর্ষণের মতো ঘটনা।যা মূলত দেশের আমজনতা, প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে পুলিশ প্রশাসন সকলের কাছেই হয়ে দাঁড়িয়েছে এক উদ্বেগের কারণ। অনেক ক্ষেত্রেই নারী নির্যাতন ধর্ষণের মতো ঘটনার কিনারা করতে সক্ষম হলেও তবুও কিছু ক্ষেত্রে প্রশাসনের বিফলতার দিকে আঙ্গুল তুলেছে সমাজের একশ্রেণীর মানুষ। এরকম পরিস্থিতিতে নারী নির্যাতনের মোকাবিলায় মহিলাদের সাবলম্বী করে তোলার জন্য SFI বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে কিছু দিন আগে মহিলা সেলফ ডিফেন্স কোর্স সূচনা হয় খাতড়ায়।


এবার রবিবার মাতৃদিবসের দিন সেই কোর্সের সূচনার মাধ্যমে আত্মরক্ষার এক উপহার পেল বাঁকুড়ার মহিলারা। এদিন বাঁকুড়ার অনিলা দেবী ভবনে এই মহিলা ডিফেন্স কোর্সটির সূচনা করা হয় SFI বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে।



এই ক্যাম্প থেকে মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার জন্য যেমন বিভিন্ন কৌশল শেখানো হবে তেমনি দেওয়া হবে বিভিন্ন বিষয়ে পাঠ। এই ক্যাম্পে প্রশিক্ষিত হয়ে মহিলারা নিজেদের সম্ভ্রম রক্ষা করতে নিজেরাই লড়াই চালাতে পারবেন বলে মনে করছেন উদ্যোক্তারা । তবে এধরনের কোর্স এর সুযোগ পেয়ে খুশি এলাকার মহিলারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ