Mid day Meal: Summer Vacation এও মিলবে মিড ডে মিল, কবে থেকে, কী কী পাওয়া যাবে জেনে নিন

Sangbad Ekalavya
7

Summer Vacation এও মিলবে Mid-day meal


Mid-day meal তানিয়া বোস
Mid-day meal বিতরণ 



নবান্নে সাংবাদিক বৈঠকে স্কুলে গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । ২ রা মে থেকে ১৫ জুন পর্যন্ত চলবে এই ছুটি (Summer Vacation)। তবে এই ছুটির মধ্যেই মিলবে MDM এর বরাদ্য খাদ্য সামগ্রী।


বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে এই মর্মে প্রতিটি জেলায় জেলায় চিঠি পৌঁছে গেছে। বলা হয়েছে গরমের ছুটিতে মিড-ডে মিলের (Mid-day meal) খাদ্য সামগ্রী বিতরণ করতে হবে।


এবারের গরমের ছুটিতে দেওয়া মিড-ডে মিলের (Mid-day meal) খাদ্য তালিকায় থাকবে- ২ কেজি চাল, ২ কেজি আলু, ২৫০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম ডাল এবং ১০ টাকা দামের ১ টি সাবান।


Mid-day meal



নির্দেশিকায় বলা হয়েছে আগামী ২৫ মে থেকে খাদ্য সামগ্রী (Mid-day meal) বিতরণের কর্মসূচী শুরু করতে।



ভিডিও নিউজ দেখতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন- 

একটি মন্তব্য পোস্ট করুন

7মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top