Madhyamik Result 2022 মে মাসেই মাধ্যমিকের ফলাফল ! জেনে নিন বিস্তারিত

Sangbad Ekalavya
17

Madhyamik Result 2022 Date


students



গত ৭ মার্চ শুরু হওয়া এবছরের মাধ্যমিক পরীক্ষা (madhyamik exam) শেষ হয় ১৬ মার্চ। এবছর ইতিহাস প্রশ্ন নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়, পুনরায় ইতিহাস পরীক্ষার দাবীও ওঠে স্যোসাল মিডিয়ায়। তবে পুনরায় ইতিহাস পরীক্ষা সংক্রান্ত কোন খবর না পাওয়া গেলেও জেলায় জেলায় মাধ্যমিক পরীক্ষার (madhyamik exam) যে খাতা পরীক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছিলো তার মূল্যায়ন ইতিমধ্যে প্রধান পরীক্ষকের কাছে জমা হয়ে গেছে এবং স্ক্রুটিনিও শেষ। এখন ফলাফলের পালা।

এপ্রিলের মধ্যেই সমস্ত খাতা দেখার কাজ সম্পূর্ণ হয়েছে। এরপর কম্পিউটারাইজড করে মে মাসের শেষ সপ্তাহে কিংবা জুনের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিক ২০২২ এর ফলাফল (madhyamik result) ঘোষণা করতে পারে পর্ষদ। সূত্রের খবর আগামী ২৭ মে  ঘোষণা হতে পারে মাধ্যমিকের ফলাফল। আরও পড়ুনঃ মেয়ের বিয়েতে খরচের টেনশন থাকবে না, এই সরকারি প্রকল্প থেকে পাওয়া যাবে লক্ষাধিক টাকা



কীভাবে দেখবেন মাধ্যমিকের ফলাফল?

মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলে দেখতে পাবেন যে সমস্ত ওয়েবসাইটে- 

১) wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in সাইটে যেতে হবে।

২) 'WBBSE class 10 results' লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।

৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।



অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখার উপায়?

Google Play অথবা www.results.shiksha থেকে 'Madhyamik Result 2022' অ্যাপ ডাউনলোড করা যেতে পারে। সেখান থেকে বিনামূল্যেই ফল জানা যাবে। ফলাফল প্রকাশিত হওয়ার আগে বিস্তারিত আবার জানিয়ে দেওয়া হবে। নজর রাখুন আমাদের ওয়েবসাইটে-

Post a Comment

17Comments

Post a Comment

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top