রবীন্দ্র জন্ম জয়ন্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা অ্যাকাডেমি পুরষ্কার, নিরলস সাহিত্য সাধনার জন্যই এই স্বীকৃতি

রবীন্দ্র জন্ম জয়ন্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা অ্যাকাডেমি পুরষ্কার, নিরলস সাহিত্য সাধনার জন্যই এই স্বীকৃতি 


মমতা বন্দ্যোপাধ্যায়



মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কে অনন্য সম্মানে ভূষিত করল পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি (West Bengal Bangla Academy)। নিরলস সাহিত্য চর্চার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়।

মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের দায়িত্ব সামলানোর পাশাপাশিই নিরলস সাহিত্য সাধনা করেন তিনি। লিখেছেন একাধিক কবিতা, গল্প। ছড়াতেও বিশেষ স্থান করে নিয়েছেন তিনি। বাংলা ছড়া সাহিত্য পেয়েছে-


এপাং ওপাং ঝপাং / সুর ধরেছে পটাঙ
ব্যাঙ ডাকে গ্যাঙ গ্যাঙ / হাতির কতো বড় ঠ্যাং ।।
হরে কর কমবা / গরু ডাকে হাম্বা
গর্জন করে অম্বা / মা ডাকেন বুম্বা ।।
হরে কর কমবা / ডব্বা ডব্বা রব্বা
হুড়হুড় করে হুম্বা / তোবা তোবা আব্বা ।।


এর মতন একাধিক সাহিত্য সৃষ্টি । এবার সেই নিরলস সাহিত্য সাধনার স্বীকৃতি দিলো বাংলা অ্যাকাডেমি।



তাঁর লেখা কবিতা 'বিতান' বইটির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত করা হল। সোমবার ২৫ বৈশাখের দিন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজিত রবি প্রণাম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নাম এই পুরস্কারের জন্য ঘোষণা করা হয়। কিন্তু, তিনি নিজে হাতে এই পুরস্কার গ্রহণ করেননি। মুখ্যমন্ত্রীর হয়ে এই পুরস্কার গ্রহণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এদিনের অনুষ্ঠান মঞ্চে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ''সমাজের অন্য ক্ষেত্রে অবদানের পাশাপাশি যারা নিরলস সাহিত্য সাধনা করে চলেছেন, তাঁদের বাংলা অ্যাকাডেমির পক্ষ থেকে বাংলা অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। প্রারম্ভিক বর্ষে বাংলার সমস্ত সাহিত্যিকদের মতামত নিয়ে এই পুরস্কার দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর কবিতা বিতান কাব্যগ্রন্থকে মাথায় রেথে সামগ্রিকভাবে সাহিত্যচর্চার জন্য এই সম্মান দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলা অ্যাকাডেমির পক্ষ থেকে। কিন্তু, মঞ্চে উপস্থিত থাকলেও এদিন নিজ হাতে পুরস্কার গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী। ব্রাত্য বসুর ঘোষণা মাঝপথে থামিয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই পুরস্কার গ্রহণ করবেন মন্ত্রী ব্রাত্য বসু।''

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ