Bharat Bandh :সারা ভারত অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘু্ সম্প্রদায়ের কর্মচারী সংগঠনের ডাকে ভারত বনধ

25 may : সারা ভারত অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘু্ সম্প্রদায়ের কর্মচারী সংগঠনের ডাকে ভারত বনধ


bharat bandh



২৫ মে ভারত বনধের (Bharat Bandh) ডাক দিয়েছে সারা ভারত অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘু্ সম্প্রদায়ের কর্মচারী সংগঠন BAMCEF। 

যে সকল দাবীতে আজকের ভারত বনধ (Bharat Bandh)-

বর্ণ ভিত্তিক আদমশুমারি।

নির্বাচনে ইভিএম এর ব্যবহার বন্ধ করতে হবে।

NRC/CAA/ABPR বাস্তবায়িত করা চলবে না।

পুরোনো পেনশন স্কিম পুনরায় চালু করতে হবে।

ওড়িশা ও মধ্যপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সংরক্ষণের পৃথক নির্বাচক মণ্ডলী।

পরিবেশ সুরক্ষার আড়ালে আদিবাসীদের বাস্তুচ্যূত করা চলবে না।

টিকাকরণ বাধ্যতামূলক করা যাবে না।

Covid-19 লকডাউন চলাকালীন শ্রম আইনের বিরুদ্ধে সুরক্ষা যা গোপনে শ্রমিকদের বিরুদ্ধে করা হয়েছিল। তা তুলে নিতে হবে।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে- 'অনগ্রসর শ্রেণির জন্য জাতিভিত্তিক আদমশুমারি না করার প্রতিবাদে ও কেন্দ্রের কাছে নিজেদের দাবি তুলে ধরতেই এই বনধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 

BAMCEF-এর ডাকা এই বনধকে পূর্ণ সমর্থন জানিয়েছে বহুজন মুক্তি পার্টি। এদিকে ডিপি সিং, দলের কার্যকরী সভাপতি এই বনধ সফল করার জন্য দলীয় কর্মী সমর্থকদের কাছে আবেদন রেখেছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ