GTA ELECTION: GTA নির্বাচনের দিন ঘোষনা রাজ্যের , স্থগিতের দাবি বিমলের
প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল আগেই। রাজ্যে পুরভোটের ফল ঘোষণার পরেই জিটিএ নির্বাচন করবেন বলেই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই জিটিএ (GTA) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো রাজ্য। দার্জিলিঙে জেলাশাসকের করণে সর্বদলীয় বৈঠক হয়ে গেল। জানা গেল আগামী 26 শে জুন পাহাড়ে ভোট এবং 29 জুন হবে ফল ঘোষণা। এদিনের সর্বদলীয় বৈঠকের সব দল উপস্থিত থাকলেও বিজেপি (BJP) ও জিএনএলএফ (GNLF) উপস্থিত ছিল না। ভোট স্থগিতের দাবি তুললেন বিমল গুরুং (Bimal Gurung)।
এদিন জিটিএ দার্জিলিংয়ের জেলাশাসকের করণে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়েছিল ১৮টি দল। যার মধ্যে গরহাজির ছিলেন বিজেপি ও জিএনএলএফ দলের প্রতিনিধিরা। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এবার জিটিএ নির্বাচন করাবেন। এমনকি স্বরাষ্ট্র দপ্তরের তরফেও নির্বাচন কমিশনকে জুন মাসের মধ্যে জিটিএ নির্বাচন করানোর কথা জানানো হয়। এরপর এবার ঘোষিত হল ভোটের দিনক্ষণ।
জানা যাচ্ছে সর্বদলীয় বৈঠকে জিটিএ নির্বাচন স্থগিতের দাবি তোলে বিমল গুরুংয়ের প্রতিনিধি। বিমল গুরুংয়ের প্রতিনিধি দাবি তোলেন, 'পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা হোক'। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি লিখে জিটিএ নির্বাচন স্থগিত রাখার দাবি জানান বিমল গুরুং। চিঠিতে দাবি করেছিলেন, 'জিটিএ নির্বাচন চাই না। আগে রাজনৈতিক সমাধান হোক'।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊