Latest News

6/recent/ticker-posts

Ad Code

Avatar 2: আসছে অবতার ২, দেখুন টিজার

Avatar 2: আসছে অবতার ২, দেখুন টিজার 

Avatar 2


2009 সালে সিনেমার পর্দায় স্পেশাল ইফেক্ট দেখিয়েছিল পরিচালক জেমস ক্যামেরনের অবতার সিনেমা। গোটা দুনিয়ায় রেকর্ড তৈরি করেছিল। এবার সেই পুরনো ইতিহাস কে সঙ্গে নিয়ে আসছে অবতার টু দ্যা ওয়ে অফ ওয়াটার। 



ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির টিজার। 13 বছর পর ফিরে পরিচালক জেমস ক্যামেরনের অবতার টু তে রয়েছে চমক। রিপোর্ট অনুসারে চলতি বছর ভারতে মুক্তি পাবে অবতার দ্যা ওয়ে অফ ওয়াটার। 



জানা যাচ্ছে বহুভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ।ছবি দেখার জন্য অপেক্ষায় রয়েছে দর্শকেরা সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক ক্যামেরা জানিয়েছিলেন তিনি এই সিরিজের দ্বিতীয় ইনস্টলমেন্টে অনেকটা সময় নষ্ট হয়েছে। এখন ছবি মুক্তির তারিখ আগে ঘোষণা হওয়ায় চাপ বেড়েছে। ক্যামেরন জানান, করোনার কারণে সাড়ে চার মাস এই ছবির প্রোডাকশনের কাজ বন্ধ ছিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code