NEP 2020: জাতীয় শিক্ষানীতি নয় আলাদা শিক্ষানীতি আনবে রাজ্য, গঠন হয়েছে কমিটিও
জাতীয় শিক্ষানীতি (National Education Policy) নয় আলাদা শিক্ষানীতি আনবে রাজ্য, গঠন হয়েছে কমিটিও। ৩৪ বছর শিক্ষানীতিতে একাধিক পরিবর্তন আনার পর কেন্দ্রের নয়া শিক্ষানীতি নিয়ে বিরোধীতা করা হয়েছে বিভিন্ন স্তর থেকেই। মহারাষ্ট্র, কেরলেও আলাদা করে রাজ্যের শিক্ষানীতি তৈরির কাজ শুরু হয়েছে। সেই পথেই এগোচ্ছে বাংলাও।
রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু (Bratya Basu) আলাদা করে রাজ্যের শিক্ষানীতি (WB EDUCATION POLICY) আনার কথা জানিয়েছেন। ব্রাত্য বসুর দাবি, কেন্দ্রের বিজেপি সরকার জাতীয় শিক্ষানীতি রাজ্যের উপর চাপাতে চাইছে। যা মানা হবে না বলে হুঁশিয়ারি রাজ্যের। এবিপি আনন্দকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, কেন্দ্রের ফতোয়া মানা হবে না। দ্রুত রাজ্যের শিক্ষানীতি ঘোষণা হবে।
একাধিক বিশিষ্টজনকে নিয়ে ইতিমধ্যে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের প্রধান সচিব মনীশ জৈন একটি কমিটি তৈরি করেছেন। কমিটিতে রয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহপ্রসাদ ভাদুড়িসহ রয়েছেন আরও একাধিক শিক্ষাবিদ। আরও পড়ুনঃ গভঃ অফ ইন্ডিয়ার স্টিকার লাগিয়ে ছাগল চুরি !
শিক্ষামন্ত্রী জানান,'মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁর অনুমতি ও নির্দেশ মতো কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার একতরফা ভাবে রাজ্যের উপর চাপিয়ে দিতে চাইছে। এই ধরনের ফতোয়া আমরা মানি না। বিশেষজ্ঞদের মতামত জানার পর আমরা রাজ্যের শিক্ষানীতি ঘোষণা করব। ' আরও পড়ুনঃ এসব ঘটনা ব্রাত্য বসুর জামানায় ঘটেনি। তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়
দুই মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তার ওপর ভিত্তি করেই গঠিত হবে রাজ্যের শিক্ষানীতি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊