School: প্রতিদিন ৫ ঘণ্টা ৪০ মিনিটের ক্লাস, ক্লাসের সময় সহ বিস্তারিত রুটিন পর্ষদের 


WBBSE


অ্যাকাডেমিক ক্যালেন্ডার (Academic Calender) প্রকাশ করেছে নির্দেশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education)। কোন ক্লাস কখন হবে, ক্লাসের সময়সীমাই বা কী, তার বিস্তারিত রুটিন প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে। নির্ধারিত সময়ের মধ্যে স্কুলে ঢোকা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, প্রতিদিন ৫ ঘণ্টা ৪০ মিনিটের ক্লাস হবে।


পর্ষদের নির্দেশিকা অনুসারে সকাল ১০টা ৪০-১০টা ৫০ এর মধ‍্যে প্রার্থনার সময় বেঁধে দেওয়া হয়েছে। এরপর, ১০টা ৫০ থেকে প্রথম ক্লাস। দুপুর ১টা ৩০-র মধ‍্যে হবে চারটে ক্লাস। প্রত‍্যেকটি ক্লাস ৪০ মিনিট করে। ৪০ মিনিট টিফিনের পর ফের চারটি ক্লাস যার প্রত‍্যেকটি ৩৫ মিনিট করে। বিকেল ৪টা ৩০ নাগাদ ছুটি হবে স্কুল। 


এককথায় ক্লাস চলবে সকাল ১০টা ৫০ থেকে বিকাল ৪টা ৩০ পর্যন্ত মোট ৫ ঘন্টা ৪০ মিনিট। দেখুন পুরো ক্লাসের সময় সূচি: 

WBBSE CLASS SCHEDULE
দেখুন পর্ষদের দেওয়া ক্লাস রুটিন
WBBSE Class Routine