Asansol Election: আসানসোলে ফুটল ঘাঁসফুল, বিরাট জয় শত্রুঘ্ন সিনহার
Asansol Election: আসানসোলে ফুটল ঘাঁসফুল, বিরাট জয় শত্রুঘ্ন সিনহার। বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা, দুটি কেন্দ্রেই লড়াই হয়েছে চতুর্মুখী। আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই ছিল তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে।
অবশেষে বিরাট ব্যবধানে জয়লাভ করে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। জয় ঘোষণার আগেই, দুই উপনির্বাচনে সবুজ-শিবিরের জয়জয়কারে শুভেচ্ছা জানান তৃণমূলনেত্রী (TMC) । তিনি লেখেন, ‘তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ। ‘তৃণমূলের উপর আস্থা রাখার জন্য ভোটারদের স্যালুট। '
আসানসোল লোকসভা আসন কোনও দিনই জেতেনি তৃণমূল। বামেদের থেকে বিজেপি হয়েছে এই আসন। ১৯৮০,১৯৮৪ সালে কংগ্রেস জিতেছিল। তার বহু আগে আরও একবার জিতেছিল কংগ্রেস। নয় তো বরাবরের জন্য এই আসন ছিল বামেদের দখলে। এর পর আসন দখল করে বিজেপি। আর এবার সবুজ ঝড়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊