রাষ্ট্রপতি শাসন (presidential rule) জারির দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ওপর চাপ বাড়াল বিরোধীরা!
বিশ্বজিৎ দাসঃ রাজ্যপাল জগদীপ ধনখড়ের ওপর রাষ্ট্রপতি শাসন (presidential rule) জারির সুপারিশ করার দাবিতে চাপ আরও বাড়াল বিরোধীরা। বৃহস্পতিবার এই দাবিতে একযোগে সরব হয়েছে বাম – বিজেপি ও কংগ্রেস। তাদের দাবি, কথা বলার দিন আর নেই, এবার করে দেখান ধনখড়। এদিন দিলীপ ঘোষ বলেন, সাংবিধানিক প্রধান হিসাবে সংবিধানকে রক্ষা করছেন রাজ্যপাল। কিন্তু তাঁকে পদক্ষেপ করতে হবে। রাজ্যে ভোটের পর বিরোধীদের মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে শাসকদল।
তিনি আরও বলেন, সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে প্রলোভন দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে। একমাত্র সুবিধা করতে পারছেন না রাজ্যপালকে। তাই তাঁর পিছনে লেগেছে। রাজ্যপালের হাতে যে সাংবিধানিক ক্ষমতা (presidential rule) রয়েছে তা প্রয়োগ করার সময় এসেছে।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, রাজ্যপালের অনেক জ্ঞান তারা শুনেছেন। কিন্তু এই পরিস্থিতি থেকে রাজ্য কী ভাবে বেরোবে তার পথ দেখান উনি। রাজনৈতিক ভাবে নয়, প্রশাসনিকভাবে কী ভাবে রাজ্যে শান্তি ফেরানো যেতে পারে তার পথ দেখাতে হবে ওনাকেই (presidential rule)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊