Weather Report- ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা, সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি 

Weather Report



আবহাওয়ার খামখেয়ালিতে নাজেহাল বঙ্গবাসী। দক্ষিনে প্রখর সূর্যতাপে নাজেহাল অবস্থা প্রায় দীর্ঘ দুই মাস থেকে, অথচ উত্তরবঙ্গে লাগাতার ঝড় বৃষ্টি চলছেই। 


আবহাওয়া দপ্তরের খবর অনুসারে আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা কলকাতা, হাওড়া পুরুলিয়া ,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া, পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে।


একই অবস্থা  উত্তরবঙ্গের জেলাগুলিতেও।  দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কালিম্পং, কোচবিহার ,উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ,মালদা বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে। কোথাও  কোথাও হাল্কা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। 

আজকের সেরা আপডেট দেখতে ক্লিক করুন - Latest Update