World Book Day 2022 : সমগ্র বিশ্বের সাথে সাথে দিনহাটাতেও পালিত হলও বিশ্ব পুস্তক দিবস ২০২২
অরবিন্দ শর্মা, দিনহাটাঃ
আজ ২৩শে এপ্রিল,আজ বিশ্ব পুস্তক দিবস। ১৯১৫খ্রিস্টাব্দের ২৩ এপ্রিল দিনটি রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে বিশ্ব পুস্তক হিসাবে পালিত হয়ে আসছে।
দিনহাটার সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশনের উৎদোগে এদিন ফাউন্ডেশনের সদস্যরা শতাব্দীপ্রাচীন মা মহামায়া পাটে মা মহামায়াকে সাক্ষী রেখে পুরোহিত দ্বারা মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কচিকাচাদের ‘হাতে খড়ি প্রদান’ অনুষ্ঠান আয়োজন করে এবং বই,স্লেট,পেন্সিল প্রভৃতি শিক্ষা সামগ্রী তুলে দিয়ে তাদের শিক্ষা জীবনের সূচনা করেন। এছাড়াও কচিকাঁচাদের হাতে গোলাপ ও চকোলেট তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়।
সংস্থার কর্নধার সিদ্ধেশ্বর সাহা জানান ছাত্র ছাত্রীদের বই পড়া ও বই পড়ায় উৎসাহী করার জন্যই আজকের অনুষ্ঠান। ইন্টারনেটের যুগে অনেকেই বই পড়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদেরকে বই মুখী করা, বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করাই আমদের লক্ষ্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊