সিতাইয়ে BSF-র গুলিতে মৃত্যু পাচারকারীর, চাঞ্চল‍্য এলাকাজুড়ে

BSF



সিতাইয়ে BSF-র গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার গভীর রাতে দিনহাটা মহকুমার সিতাই ব্লকের বিআর চাত্রা গ্রাম পঞ্চায়েতের নেছামুদ্দিন কুঠীর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রাতের অন্ধকারে পাচারকারীরা ওই সীমান্ত দিয়ে পাচারের সময় বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলে এমনটাই জানা গিয়েছে। 



সিতাই থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, BSF এর গুলিতে মৃত ব্যাক্তির দেহ বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে। তবে পুলিশ সূত্রে এখনও নাম জানা না গেলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম সেরাজুল হক। তার বাড়ি গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের আটিয়াবাড়ী-২ গ্রাম এলাকায়। 




মাস কয়েক আগেও সীতাইয়ের সাত ভান্ডারী সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয় ভারতীয় দুই ব্যক্তির। এদিকে শনিবার রাতে ব্লকের বিআর চাত্রা গ্রাম পঞ্চায়েতের নেছামুদ্দিন কুঠীর সীমান্তে ওই ঘটনায় এই খবর লেখা পর্যন্ত বিএসএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।