মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের (Hafiz Saeed) ছেলে তালহা সইদকে ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ (Individual terrorist) তকমা দিল ভারত
গতকালই পাকিস্তান এর আদালত মুম্বাই মামলার মূলচক্রী হাফিজ সইদকে ৩১ বছরের কারাদন্ড দিয়েছে। এর মাঝেই মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের (Hafiz Saeed) ছেলে তালহা সইদকে ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ (Individual terrorist) তকমা দিল ভারত।
শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে তালহা সইদকে ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ (Individual terrorist) তকমা দিল ভারত। এই নিয়ে মোট ৩২ জনকে সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হল।
এর আগে দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার এবং হাফিজ সইদের মতো বহু সন্ত্রাবসবাদীকে এই তকমা দিয়েছে ভারত।
স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লস্করের (Lashkar-e-Taiba) সক্রিয় সদস্য তালহা। জঙ্গি নিয়োগ থেকে শুরু করে হামলার ছক কষা ও তা কার্যকর করার মতো নানা বিষয়ের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। মূলত ভারত ও আফগানিস্তানে ভারতীয় নির্মাণের উপরে হামলা চালানোর ছক কষতে দেখা গিয়েছে তাকে। পাশাপাশি আর্থিক সাহায্যের বন্দোবস্ত, লস্করের বিভিন্ন ঘাঁটিতে প্রোপাদান্ডা চালানো, ভারত, ইজরায়েল, আমেরিকা ও বহু পশ্চিমি দেশের বিরুদ্ধে উসকানি দিত তালহা। ইউএপিএ ধারায় তালহাকে ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’র তকমা দিল কেন্দ্র।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊