Latest News

6/recent/ticker-posts

Ad Code

Road Accident: বালিবোঝাই ওভারলোডেড লরির ধাক্কায় স্কুলছাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু

Road Accident: বালিবোঝাই ওভারলোডেড লরির ধাক্কায় স্কুলছাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু




বাঘনাপাড়া স্টেশনের কাছে বালিবোঝাই ওভারলোডেড লরির ধাক্কায় স্কুলছাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু। উত্তেজিত জনতার গাড়ি ভাঙচুর, অভিযুক্ত ড্রাইভার খালাসি পলাতক। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। পরিস্থিতি সামাল দিতে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী।



প্রায় ঘণ্টা দুয়েক পথ অবরোধ অবরোধ চলার পর অবরোধ ওঠে বেলা বারোটা নাগাদ। স্থানীয় বাসিন্দাদের দাবি একেতে রাস্তা খারাপ এবং ওভারলোডেড বালিবোঝাই লরি পুলিশের টাকা তোলার জন্য দ্রুত গতিতে যেতে গিয়ে ধাক্কা মারে ওই ছাত্রীকে। মৃত ওই ছাত্রীর নাম ঐশী ধারা। বাড়ি মুক্তারপুর এলাকায়। 



স্থানীয় সূত্রে জানা যায় বাবার সাথে স্কুটিতে চেপে মহিষমর্দিনী গার্লসে যাবার সময় বাঘন‍াপাড়া কাছে পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। এর পরই উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রেখে অবরোধে সামিল হন। বালিবোঝাই লরি ভাঙচুর করেন। ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়. পরবর্তী সময়ে পুলিশি আশ্বাসে উঠে পথ অবরোধ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code