NJP স্টেশন থেকে গ্রেফতার রোহিঙ্গাদের একটি দল, জলপাইগুড়ি জেলা আদালতে পেস করলো রেল পুলিশ

rohinga



জিআরপি সূত্রে জানা গিয়েছে , জম্মু ও দিল্লি থেকে দু’ভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছেছিল ছয় শিশু সহ তেরো জনের দলটি। শুক্রবার বিকেলে তাঁরা এন জে পি স্টেশন থেকে অসমের ট্রেন ধরার অপেক্ষায় ছিল। ঠিক তখনই জিআরপি আধিকারিকরা সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এবং রাতে তাদের ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয় । 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে যাওয়ার পরিকল্পনা ছিলো এই রোহিঙ্গাদের দলটির। যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে ধৃতদের পরিচয় জানাতে নারাজ নিউ জলপাইগুড়ির জিআরপি আধিকারিকেরা। 

সূত্র মারফত জানা গেছে ওই ১৩ জনের দলে ৪-৬ বছর বয়সের ছ’টি শিশু। দু’জন মহিলা ও পাঁচজন পুরুষ আছে। শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে পেস করতে নিয়ে আসে রেল পুলিশ । 

এই প্রসঙ্গে রেল পুলিশ সুপার জশপ্রীত সিং জানিয়েছেন , “নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ১৩ জন রোহিঙ্গাকে আমরা গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।” শনিবার আদালতে পেস করা হচ্ছে।