Latest News

6/recent/ticker-posts

Ad Code

Red Macaw, বিরল প্রজাতির পাখি উদ্ধার

Red Macaw, বিরল প্রজাতির পাখি উদ্ধার

Red Macaw



একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার হল হেলাপাকড়িতে। তিস্তানদী সংলগ্ন কোকরোপাড়ার বাসিন্দা ফাগুনী দাস বুধবার সকালে তাঁর বাড়ির পাশে পাখিটিকে দেখতে পান। বাড়ির লোকেদের সাহায্যে সেটিকে ধরে রাখেন। রেড ম্যাকাও নামক বিরল প্রজাতির বিদেশি এই পাখিটিকে দেখতে ভিড় জমে এলাকাবাসীদের। 



স্থানীয় পঞ্চায়েত সদস্য নিরঞ্জন দাস পরিবেশপ্রেমী সংগঠনকে খবর দেন। ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেটিকে উদ্ধার করেন।




পঞ্চায়েত সদস্য নিরঞ্জন দাস বলেন, ‘এধরনের পাখি এর আগে কখনও এলাকায় দেখা যায়নি। পাখিটির যাতে কোনও ক্ষতি না হয় সেজন্য পরিবেশপ্রেমী সংস্থাকে খবর দেওয়া হয়। তাঁরা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।’ 



পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দুকুমার রায় বলেন, ‘একে রেড মেকাও বলে। এটি একটি বিদেশি পাখি। কীভাবে এই এলাকায় এল তা বোঝা যাচ্ছে না। আশেপাশের এলাকায় এগুলির আনাগোনা থাকতে পারে কী না বা চোরাপথে এসেছে নাকি, সেবিষয়ে পাখি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হবে। পাখিটিকে সুস্থ অবস্থায় উদ্ধার পাওয়া গেছে। এটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।‘

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code