Mobile Phone: ৮০০০-এর নিচে সেরা ৪ বাজেট ফোন
৮০০০ টাকা বাজেটে বেশ কয়েকটি মোবাইল ফোন আপনি পেয়ে যেতে পারেন। এই বাজেট সেগমেন্টের ফোনগুলিতে থাকে একটু কম কিছু ফিচার্স, তবে যা থাকে তার অধিকাংশই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সব ফোনের সাহায্যে আপনি ভাল কিছু ছবি তুলতে পারবেন, একটা ভাল এবং টেকসই ব্যাটারির আনন্দ উপভোগ করতে পারবেন, সেই সঙ্গেই মানানসই স্ক্রিন সাইজ়ে আপনি ভিডিয়ো স্ট্রিমিংয়ের অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারবেন।
রিয়েলমি নার্জ়ো ৫০আই:- রিয়েলমি-র এই স্মার্টফোনের দাম ৭,৪৯৯ টাকা। ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ মডেলের এই ফোনের দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে – মিন্ট গ্রিন ও কার্বন ব্ল্যাক। অত্যন্ত শক্তিশালী একটি ৫,০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে।
রেডমি ৯এ:- এই শাওমি রেডমি ফোনটির দাম খুবই কম, মাত্র ৭,৪৯৯ টাকা। ২জিবি ও ৩জিবি – এই দুই র্যাম ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যায়। ৩২জিবি পর্যন্ত স্টোরেজ মেমোরি রয়েছে ফোনটির।
লাভা জ়েডথ্রি স্ট্রাইপড সিয়ান:- এই ফোনের ৩জিবি পর্যন্ত র্যাম রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি ৮ মেগাপিক্সেল ডুয়াল এআই রিয়ার ক্যামেরা। এই লাভা জ়েডথ্রি ফোনটি কিনতেও আপনার খরচ হবে মাত্র ৭,৪৯৯ টাকা।
টেকনো পপ ৫ এলটিই:- সবথেকে সস্তার ফোন হল এই টেকনো পপ ৫ এলটিই। মাত্র ৬,৭৯৯ টাকায় আপনি পেয়ে যাবেন এই ফোনটি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊