খয়রাতিতে রাশ না টানলে শ্রীলঙ্কার মতো হতে পারে পশ্চিমবঙ্গে- রিপোর্ট বলা হল মোদীকে (PM MODI)



PM Modi



শ্রীলঙ্কার মানুষ গত কয়েকদিন ধরে চরম দুর্দশার মধ্যে পড়েছেন। আকাল দেখা দিয়েছে অত্যাবশ্যকীয় সামগ্রীর। দিনের অধিকাংশ সময় থাকছে না বিদ্যুৎ। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীয় দাম লাগাম ছাড়া হয়ে গিয়েছে।




১৯৪৮ সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভের পর থেকে এতটা ভয়ঙ্কর অবস্থার মুখে পড়তে হয়নি ২.২ কোটি জনসংখ্যা বিশিষ্ট দেশকে।বিশেষজ্ঞদের বক্তব্য, বিদেশি মুদ্রার ঘাটতি থেকেই শ্রীলঙ্কায় সমস্যার সূত্রপাত।




এবার এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, দিল্লি, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য সরকারের তরফে যে প্রকল্পের ঘোষণা করা হয়েছে, তা অর্থনৈতিক দিক থেকে বিপজ্জনক বলে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয আধিকারিকদের একাংশ।




তাঁদের বক্তব্য, খয়রাতির প্রকল্পে হাজার-হাজার কোটি টাকা ঢেলে দেওয়ায় স্বাস্থ্য, শিক্ষার মতো খাতে বরাদ্দ বাড়ানোর সুযোগ কমছে। যা যে কোনও রাজ্যের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকী কয়েকটি রাজ্য যদি ভারতের অন্তর্গত না হত, তাহলে সেগুলির অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে উঠত বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আরও পড়ুনঃ Student Credit Card: স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে দারুন খবর, জানুন বিস্তারিত 




এমনিতে ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলই খয়রাতির প্রকল্প ঘোষণা করে থাকে। গত বছর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ইস্তাহারে তেমন কয়েকটি প্রকল্পের ঘোষণা করেছিল। বিভিন্ন রাজ্যে বিনামূল্য বিদ্যুতের মতো বিভিন্ন সুযোগ-সুবিধারও ঘোষণা করা হয়ে থাকে। তাতে অবশ্য পিছিয়ে থাকে না বিজেপিও। চলতি বছর উত্তরপ্রদেশ এবং গোয়ার ভোটের আগে খয়রাতি প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির।