একদা ঘনিষ্ট জয়দীপ ঘোষের নামে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন খোদ বিধায়ক উদয়ন গুহ
দিনহাটা
সামাজিক মাধ্যমে বিধায়ক উদয়ন গুহের নাম খারাপ করার চেষ্টায় জয়দীপ ঘোষের নামে দিনহাটা থানায় লিখিত অভিযোগ বিধায়কের।
মঙ্গলবার সকালে দিনহাটা শহরে বাসভবনে সংবাদিক বৈঠক করে এমনটাই জানান তিনি।
উল্লেখ্য সামাজিক মাধ্যমে উদয়ন গুহের নাম খারাপ করবার চেষ্টায় সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে এমনটাই অভিযোগ বিধায়ক উদয়ন গুহের।
সেই অভিযোগের ভিত্তিতে এবার ঘটনার তদন্তে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য একসময় উদয়ন ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ঘোষের বিরুদ্ধে দিনহাটা থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊