কুলটিতে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী কর্মিসভা তৃণমূলের , উপস্থিত রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরাদ হাকিম
আসানসোলে লোকসভা উপ নির্বাচনকে ঘিরে জোরকদমে প্রচার চলছে সমস্থ রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে দলের উচ্চ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা ।
সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে গঞ্জে প্রচার চলছে পুরো দমে । সেই মতে শুক্রবার রাত্রে কুলটি 65নং ওয়ার্ডের কুলটি মসজিদিয়া পার্ক এলাকায় কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দোগে করা হলো এক নির্বাচনী কর্মিসভা।
দলীয় প্রার্থী শত্রুঘন সিনহার সমর্থনে এই কর্মিসভায় মূখ্যরূপে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌর নিগমের মেয়র ফিরাদ হাকিম , সিউড়ির বিধায়ক বিকাশ চৌধুরী , আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অনেকে ।
এদিন রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন বাংলা আবার সারা ভারতের পথ দেখাবে। বিজেপি শুধু মানুষে মানুষে ভিভেদ সৃষ্টি করে আর বাংলায় সেটা পারবেনা বিজেপি।রাজ্যের পরিবহন মন্ত্রী ববি হাকিম আসানসোলে এক কর্মীসভায় এসে এই কথাগুলো বলেন। মন্ত্রী ববি হাকিম বলেন এটা রবীন্দ্র নাথের বাংলা বিবেকানন্দর বাংলা নরজুলের বাংলা এখানে মানুষকে ভালোবাসতে শিখায় বিজেপি মত মানুষের মধ্যে বিভেদ তৈরি করেনা। এই কর্মী সভায় আইএনটিউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন তেল ডিজেল গ্যাস সব কিছুর দাম দিন দিন বাড়ছে জিনিসের দাম অগ্নিমূল্য বিজেপির থেকে মানুষ মুখ ঘুরিয়েছে।
তিনি আরও বলেন, নাফরাত কি দুনিয়া ছোরকে পেয়ার কি দুনিয়া মে আও সকলে মিলে আমরা এই বাংলাকে আরো সুন্দর করে তুলি এবং সকলে আমরা খুশি থাকি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊