Latest News

6/recent/ticker-posts

Ad Code

Duare Sarkar : ফের দুয়ারে সরকার, তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Duare Sarkar : ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত আবার হবে দুয়ারে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের



duare sarkar





Duare Sarkar : ফের দুয়ারে সরকার, তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত বছরের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারন মানুষের কাছে পৌঁছে দিতেই এই পদক্ষেপ নেয় সরকার। ২০২০-তে বাঁকুড়াতে দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।




২১ মে থেকে ৩১ মে পর্যন্ত আবার হবে দুয়ারে সরকার। এই ১০ দিন ক্যাম্পে আবেদন জমা নেওয়া হবে। আর এর আগে ৫ মে থেকে ২০ মে পর্যন্ত চলবে পাড়ায় সমাধান ক্যাম্প। এই সময়টায় জরুরি প্রয়োজন ছাড়া সরকারি অফিসারদের ছুটি থাকবে না। এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।



রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের অধীনে একাধিক প্রকল্পের সুবিধা পায় জনগণ। মানুষের বোঝার সুবিধের জন্য কেন্দ্রীয় প্রকল্পের নাম আঞ্চলিক ভাষায় করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করে সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code